সুমন শেখ, শ্রীপুর সংবাদদাতা।।
গাজীপুরের শ্রীপুরে স্পিনিং মিলে আগুন আজ দুপুর ২টা ৪০মিনিটে গাজীপুরের শ্রীপুরে জমজম স্পিনিং মিলে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর, কালিয়াকৈর, ত্রিশাল, ভালুকা থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রায় ৪ঘন্টা যাবত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিএডি মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার সূত্রপাত জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো বলা যাচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.