পুরস্কার পাওয়া জয়া আহসানের জন্য মোটও নতুন ঘটনা নয়। অভিনয় নৈপুণ্যে জিতে নিয়েছেন জাতীয় পুরস্কারসহ বহু পুরস্কার। ওই সাফল্যের তালিকায় যোগ হলো ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডের ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার। কলকাতার ‘কণ্ঠ’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার জিতে নিয়েছেন জয়া আহসান।
অনলাইনেই অ্যাওয়ার্ড শো আয়োজন করেছে ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস’। ভারতের ‘হ্যালো’ নামের একটি প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড প্রদান করেছে।
পুরস্কারের বিষয়ে জয়া আহসান বলেন, প্রথমবারের মতো এই পুরস্কার পেলাম। আমার কাজের প্রতি যারা আস্থা রেখে এই সম্মাননা প্রদান করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি।
কলকাতার শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালনা করেছেন ‘কণ্ঠ’। এতে রমিলা চরিত্রে অভিনয় করেন জয়া।
গত বছরের ১০ মে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় সিনেমাটি। এরপর সাফটা চুক্তির আওতায় বাংলাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কণ্ঠ’।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.