বগুড়া সংবাদদাতা।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ বন্দরে আট শতাধীঁক মানুষের মাঝে লিফলেট ও সাবান বিতরণ করা হয়। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দাড়িদহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু জাফর মন্ডল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের শিবগঞ্জ উপজেলা সভাপতি রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক রশিদুর রহমান রানা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ফারুক হুসাইন, কার্য নির্বাহী সদস্য রুহুল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন পারভেজ হোসেন, খোকন মিয়া, তাহাজ্জত হোসেন, জুয়েল ইসলাম, আসাদুল, নয়ন মিয়া, তোছাদ্দক হোসেন, তাজেল ইসলাম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.