
সুনামগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিজিত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনে এনপিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল হক, জেলা বিএনপির সদস্য সামছুল হক নমু, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু এবং জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ।
সভায় সেনাবাহিনীর ক্যাম্প ও থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আচরণবিধি প্রতিপালন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতকরণ এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন,
“সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সম্মিলিত সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের মাঠপর্যায়ের প্রস্তুতি ও সমন্বয় আরও জোরদার করা হবে এবং কোনো অনিয়ম কিংবা সহিংসতার চেষ্টা হলে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় অংশগ্রহণকারীরা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন
