
টঙ্গীবাড়ী সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১১ দলীয় জোটের প্রার্থী মাজেদুল ইসলাম দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২৮জানুয়ারী) দিনব্যাপী উপজেলার আব্দুল্লাহপুর বাজার ও আড়িয়ল ইউনিয়নের বিভিন্ন বাজার, সড়ক ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন তিনি।
গণসংযোগকালে মাজেদুল ইসলাম বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করবেন বলে আশ্বাস দেন।
এ সময় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ কর্মসূচিকে সফল করতে সক্রিয় ভূমিকা রাখেন। স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
