
টঙ্গীবাড়ি সংবাদদাতা:
নতুন বাংলাদেশ গড়ার যাত্রা তরুণ প্রজন্মের হাত ধরেই শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ–২ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম। তিনি বলেন, তরুণ প্রজন্মই একটি দেশের মূল শক্তি এবং এই শক্তিকে কাজে লাগিয়েই দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেওয়া সম্ভব।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মাজেদুল ইসলাম বলেন, তরুণদের মাদকমুক্ত রাখা, ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করা এবং নীতি শিক্ষায় গড়ে তোলাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার। তাঁর মতে, ডিজিটাল শিক্ষা, নৈতিক শিক্ষা ও তরুণদের সম্মিলিত শক্তিই দেশ পরিবর্তনের প্রধান হাতিয়ার হতে পারে।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ ও খেলাফত মজলিসসহ সংশ্লিষ্ট দলগুলো জুলাই আন্দোলনের পক্ষের শক্তি। জুলাই আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা এখনো সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। সেই পরিবর্তনকে এগিয়ে নিতে এবং দেশের প্রকৃত পরিবর্তন নিশ্চিত করতে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
মাজেদুল ইসলাম বলেন, জনগণ নতুন কিছু চায়। পরিবর্তন চাইলে পুরোনো ধ্যানধারণা, পুরোনো মানুষ ও পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখা যায় না। পুরোনো ব্যবস্থায় নতুন কিছু পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
গণসংযোগকালে তিনি শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে নতুন রাজনৈতিক ধারার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা মজলিসে শুরা ও মুন্সীগঞ্জ–২ নির্বাচন কমিটির প্রধান সমন্নয়ক মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন, সহ সমন্বয়ক মাওলানা আব্দুল বারী, উপজেলা আমির ও নির্বাচন কমিটির সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান, বেতকা ইউনিয়ন সভাপতি আবু হানিফ সরকার, উপজেলা এনসিপি সমন্বয়ক ইশতিয়াক আহমেদ, জেলা ছাত্র শক্তি আহবায়ক মো. মাইনুল শিশির সহ স্থানীয় নেতৃবৃন্দ।
