ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনের সকল বৈধ প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রতীক বরাদ্দ অনুযায়ী টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),মনোনীত প্রার্থী ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীক।
সতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী
লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীক, এনসিপির মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দার শাপলা কলি, আরেক সতন্ত্র প্রার্থী
আইনিন নাহার নিপা তার প্রতীক হাঁস এবং
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম তার প্রতীক হাত পাখা।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা এখন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। প্রতীক পেয়ে প্রার্থীরা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে প্রার্থীরা এখন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে ভোটারদের মাঝেও নির্বাচন নিয়ে আগ্রহ ও আলোচনা বেড়েছে।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনে এবার একাধিক দল ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ—এমনটাই মনে করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.