সঞ্জয় শীল নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি এলাকায় সড়ক সংলগ্ন পরিত্যক্ত তিন ফসলি ধানের জমিগুলো ধীরে ধীরে উচ্চমূল্যের সবজি চাষে রূপ নিচ্ছে। কয়েক বছর আগেও যেখানে ধান ছিল প্রধান ফসল, এখন সেখানে বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের সবজি চাষ করে লাভের মুখ দেখছেন স্থানীয় তরুণ কৃষকরা। উপজেলা কৃষিকর্মকর্তা জাহাঙ্গির আলম লিটনের উদ্যোগে উপজেলা জুড়ে কৃষি বিপ্লবের প্রয়াস বলে মন্তব্য করেন নেটিজেনরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এই পরিবর্তনের পেছনে নিয়মিত প্রশিক্ষণ, মাঠ দিবস এবং উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন তরুণদের আধুনিক ও লাভজনক কৃষিতে যুক্ত করতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
তিনি বিভিন্ন কর্মসূচিতে বলেন, প্রায় তিন বছর ধরে নবীনগরের সড়কপাশের তুলনামূলক উঁচু ও উর্বর জমিতে ধানের পাশাপাশি উচ্চমূল্যের সবজি চাষে আগ্রহ বাড়ছে। এতে কৃষকের আয় যেমন বাড়ছে, তেমনি বাজারে তাজা সবজির সরবরাহও নিশ্চিত হচ্ছে।
কৃষি কর্মকর্তা আরও জানান, যারা বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগ করতে চান তাদের জন্য জমি নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে বছরে তিন ফসল উৎপাদন সম্ভব, সেচ ও পানি নিষ্কাশনের সুবিধা রয়েছে এবং জমি তুলনামূলক উঁচু, এমন জমিই সবজি চাষের জন্য উপযোগী।
স্থানীয় কৃষকদের মতে, সড়কের পাশে জমি হওয়ায় পরিবহন খরচ কমছে এবং বাজারজাতকরণ সহজ হচ্ছে। ফলে ধান চাষের তুলনায় সবজি চাষে লাভ বেশি হওয়ায় তারা এই নতুন ধারায় আগ্রহী হয়ে উঠছেন।
কৃষি বিভাগ আশা করছে, পরিকল্পিতভাবে এই উদ্যোগ এগিয়ে গেলে নবীনগর এলাকায় বাণিজ্যিক সবজি উৎপাদন আরও সম্প্রসারিত হবে এবং তরুণদের জন্য কৃষি একটি টেকসই আয়ের উৎস হিসেবে গড়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.