মোঃ আরিফুল ইসলাম:
যশোরের শার্শা উপজেলার (৩)নং বাহাদুরপুর ইউনিয়নের বৌয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(বৃহঃপতিবার বিকাল ৪ টায়) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷ (৩)নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ_সহযোগী সংগঠেনর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ নুরুজ্জামান লিটন যশোর ৮৫/১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাহেব আলী (মাস্টার ) সভাপতি বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ,অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনা করেন মোঃরবিউল ইসলাম (রবি) সাধারণ সম্পাদক বাহাদুরপুর বিএনপি।
এসময় আরো উপস্তিত ছিলেন, এ্যাডঃ মোঃ মোস্তফা কামাল ( মিন্টু) ,যুগ্ন-সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা বিএনপি , শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি, মোঃ আমিরুল ইসলাম,মোঃ শরিফুল ইসলাম (চয়ন) আহবাহক ছাত্রদল শার্শা উপজেলা, ছাত্রদলের সিনিয়ায় সহ-সভাপতি মোঃ ময়মিনুল সাগর , পৌর সিনিয়ার যুগ্ন-আহ-বাহক, মোঃ মীর আলম, সাবেক যুবদলের সিনিয়ার সহ-সভাপতি , মোঃ মফিজুর রহমান সজন , সিএন্ডএফ এজেন্ট এসোশিয়োশনের সাবেক সভাপতিসহ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন, মাঃ মোঃ আব্দুলা ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.