মোরশেদুল আলম (সাতকানিয়া চট্টগ্রাম)
কৃষিজমির মাটি অবৈধভাবে কর্তনের বিরুদ্ধে সাতকানিয়ায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) রাত প্রায় ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বারদোনা এলাকার কুতুবপাড়া এলাকায়, ৭ বিএম ব্রিক ফিল্ড সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট কৃষিজমিতে মাটি কাটার স্পষ্ট আলামত পাওয়া গেলেও সেখানে কোনো ব্যক্তি বা শ্রমিককে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযান টের পেয়ে জড়িতরা দ্রুত স্থান ত্যাগ করে। তারা ঘটনাস্থলে একটি এসকেবেটর রেখে পালিয়ে যায়।
পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর কারিগরি সহায়তায় এসকেবেটরটি তাৎক্ষণিকভাবে অকেজো করা হয়, যাতে ভবিষ্যতে এটি দিয়ে আর মাটি কর্তন করা না যায়।
উপজেলা প্রশাসন সাতকানিয়া জানিয়েছে, কৃষিজমি সুরক্ষা ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.