শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।
শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন খন্দকার নিজামুল হক। তিনি ৩৪ তম বিসিএস (নন-ক্যাডার) থেকে যোগদান করা কাশিয়ানী উপজেলার এম.এ. খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ সহকারী শিক্ষক।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের পর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় তিনি তার মেধা, পেশাগত দক্ষতা এবং শিক্ষামূলক সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন।
শিক্ষা জীবন ও মেধার স্বাক্ষর খন্দকার নিজামুল হক তার শিক্ষা জীবনের প্রতিটি স্তরেই শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন। নিজ এলাকা থেকে এসএসসি, ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং দেশের সুনামধন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা বিএসসি(স্ম্মান) ও এমএসসি সম্পন্ন করা এই গুণী শিক্ষক তার আধুনিক পাঠদান পদ্ধতির জন্য শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, খন্দকার নিজামুল হক কেবল শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নন; তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী করতে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানে বিশেষ পারদর্শী। তার সহজ ও সাবলীল উপস্থাপন ভঙ্গি শিক্ষার্থীদের মাঝে তাকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, "উপজেলা পর্যায়ের পর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া আমার জন্য বড় একটি অনুপ্রেরণা। আমি আমার এই অর্জন আমার বাবা-মা ও শিক্ষার্থীদের উৎসর্গ করছি। আমার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা।"
তার এই অর্জনে কাশিয়ানীর শিক্ষা পরিবার গর্বিত। তাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.