টঙ্গীবাড়ী সংবাদদাতাঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রশাসনের অনুমতি কিংবা টেন্ডার ছাড়াই কেটে ফেলা হচ্ছে একাধিক সরকারি সৃষ্টি কড়াই গাছ।
প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা সরকারি সৃষ্টি কড়ই গাছ অনুমোদন ছাড়াই কেটে ফেলা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য কুদ্দুস মেম্বার তার সহযোগীদের নিয়ে সরকারি আইন ও বিধি-বিধান উপেক্ষা করে বিদ্যালয়ের নাম ব্যবহার করে ৫টি রেন্ডি কড়ই গাছ কেটে ফেলেছেন।এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে সরকারি গাছ কাটা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য কুদ্দুস মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছ কাটার বিষয়ে সাবেক ইউএনও বরাবর একটি আবেদন করা হয়েছে। তবে তিনি কোনো ধরনের লিখিত অনুমোদনপত্র দেখাতে পারেননি।
অন্যদিকে, টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি বলেন, গাছ কাটার বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, এভাবে অনুমোদন ছাড়া একের পর এক সরকারি গাছ কেটে ফেলা হলেও প্রশাসনের নীরব ভূমিকার কারণে রাস্তার পাশের সবুজ পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.