সঞ্জয় শীলঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের যশাতুয়া নিজ গ্রামে স্বতন্ত্র এমপি প্রার্থী কাজী মো. নাজমুল হোসেন তাপস তার পিতা ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর সংসদীয় আসনের চার বারের সাবেক এমপি ও বীরমুক্তিযোদ্ধা মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করলেন তিনি।
রবিবার (০৪ জানুয়ারি) বিকালে মরহুম কাজী মো. আনোয়ার হোসেন প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গনে থাকা মরহুমের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা শেষে বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কাজী মো. নাজমুল হোসেন তাপস বলেন, বাবার কবর জিয়ারত শেষে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ করেছি। আপনারা আমাদের সাথে আগেও ছিলেন এখন থাকবেন বলে আমি আশাবাদী। আপনারাই আমার শক্তি।
এ সময় উপজেলা ও পৌরসভার নেতাকর্মীসহ স্থানিয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.