নওগাঁয় শাহীন স্কুলের উদ্যোগে অন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের উকিলপাড়া ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘মোবাইল ফোন ও মাদক’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। এতে পদ্মা ও যমুনা—এই দুই দলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পদ্মা দলের পক্ষে ৯ম শ্রেণির শিক্ষার্থী স্বপ্নীল, সিয়াম ও মাহি এবং যমুনা দলের পক্ষে ৭ম শ্রেণির মারিয়াম, মায়মুনা ও হুমায়রা যুক্তি তুলে ধরেন। প্রাণবন্ত ও যুক্তিনির্ভর বিতর্কে যমুনা দল বিজয় অর্জন করে।
এছাড়াও নওগাঁ সদর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শাহীন স্কুল, নওগাঁ জিলা স্কুল, সীমান্ত স্কুল, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চবিদ্যালয়ের মোট ১৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সেফ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শাহীন স্কুলের রাদিয়া, মো. হোসাইন আল সাদ, আফিয়া হাবিব আন্নীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহীন স্কুলের পরিচালক মো. রেজাউল ইসলাম রেজা। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের শিক্ষা মানোন্নয়নে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া দুটি দলকেই তিনি অভিনন্দন জানান।
অনুষ্ঠানে শাহীন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবান্ধব ও সৃজনশীল প্রতিযোগিতার অনুপ্রেরণা জুগিয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.