প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৫:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২০, ৭:৫৪ পি.এম
রাজৈরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে ইয়াবাসহ মোঃ সোবহান মৃধা (২৬) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৮। শুক্রবার দুপুরে রাজৈর থানাধীন পশ্চিম স্বরমঙ্গল গ্রামের অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার মৃত জোনাব আলী মৃধার ছেলে।
র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানাধীন পশ্চিম স্বরমঙ্গল গ্রামের অভিযান চালায় র্যাব। অভিযানে মোঃ সোবহান মৃধাকে ১৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছে থেকে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.