শেখ মোঃ ইমরান:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখাই চুরি হয়েছে।
(১৭ডিসেম্ব বুধবার) উপজেলার ঘোনাপাড়া বাজারে আবিদ এন্টারপ্রাইজ -২ নামে একটি ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় এ ঘটনা ঘটে।
ইসলামী ব্যাংক সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় ১৭ ডিসেম্বর (বুধবার) অফিসে আসেন ব্যাংকে কর্মরত অফিসার সহ অন্যান্য কর্মচারীরা। তারা ব্যাংকের ভিতরে প্রবেশ করে দেখেন সব টেবিলের তালাগুলো ভাঙ্গা এবং কাগজপত্র অগোছালো সহ ক্যাশ কাউন্টারের পিছনে থাকা জানালার গ্রিল কাটা।
এ সময় তারা শাখার প্রোপাইটার হাসমত শেখ কে মুঠোফোন মাধ্যমে বিষয়টি জানান, পরে তিনি ব্যাংকে আসেন। এরপরে তারা ব্যাংকে থাকা সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পান। রাত ৩.৩০ মিনিটের সময় একটি লোক ব্যাংকের ক্যাশ কাউন্টারের ভিতরে তালা ভেঙ্গে সেখানে থাকা নগদ টাকা নিচ্ছেন।
এ বিষয়ে ব্যাংকের ম্যানেজার শফিকুল ইসলাম কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন ব্যাংক থেকে নগদ ১২০,০০০ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সহ নয়টি চেক নিয়ে চোর চলে যায়।
কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তের চেষ্টা চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হইবো।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.