শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
চলমান কৃষি মৌসুমের বাস্তব চিত্র সরেজমিনে জানতে মাঠে নেমে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদের ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে থেকে দুপুর পর্যন্ত তিনি সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি এলাকায় ঘুরে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় উৎপাদন ব্যয়, সার ও বীজের প্রাপ্যতা, আবহাওয়া পরিস্থিতি, শ্রমিক সংকট এবং কৃষিপণ্যের বিপণন ও ন্যায্যমূল্যসহ নানা বিষয়ে কৃষকদের মতামত ও অভিজ্ঞতা শোনেন।
কৃষকেরা ফার্মার্স কার্ডের ব্যবহার, সরকারি সহায়তার প্রাপ্তি, মৌসুমি চ্যালেঞ্জ এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে তাদের সমস্যা তুলে ধরেন। এসব বিষয়ে তথ্য সংগ্রহ করে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা পর্যালোচনার আশ্বাস দেন ফারুক ফকির।
এ প্রসঙ্গে তিনি বলেন, “সালথা-নগরকান্দা একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য উৎপাদন এলাকা। কৃষকদের সমস্যা সরাসরি মাঠে এসে জানা অত্যন্ত জরুরি। কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উৎপাদন ও বিপণনসংক্রান্ত বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ তৈরি করা সম্ভব।”
কৃষকদের সঙ্গে মাঠে গিয়ে সরাসরি মতবিনিময়ের এই উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তাদের মতে, মাঠপর্যায়ে সরাসরি যোগাযোগের ফলে কৃষকদের প্রকৃত সমস্যা তুলে ধরা সহজ হয়েছে এবং তা সংশ্লিষ্টদের নজরে আনার সুযোগ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.