তেরখাদা সংবাদাতাঃ
দৌলতপুরস্থ মহসিন মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে উদ্ভূত জটিলতায় আবারও হস্তক্ষেপ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অধিভুক্তি–বহির্ভূত বিষয়ের এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়াকে ‘বিধি পরিপন্থি’ ঘোষণা করে দায়িত্বটি অবিলম্বে বাতিল করার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী বিধিসম্মতভাবে নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. মাহফুজার রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
৯ ডিসেম্বর জারি করা স্মারক নং–০৭ (খু-২০৬) জাতীঃবিঃ/কঃপঃ/কোড-০৩২৩/১০৩২১–এ জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, গভর্নিং বডির সদস্য এবং মাউশির প্রতিনিধি এস.এম ফরিদ আক্তারের ১৯ নভেম্বর তারিখের আবেদনের ভিত্তিতে বিষয়টি যাচাই করে দেখা গেছে—৩১ জুলাই ২০২৫ তারিখে গভর্নিং বডি তৎকালীন অধ্যক্ষ মো. আব্দুল লতিফকে সাময়িক বরখাস্ত করে এবং একই সভায় কলেজের নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. মাহফুজার রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। এই সিদ্ধান্ত সম্পূর্ণ বিধিসম্মত ছিল।
কিন্তু বরখাস্ত থাকার অবস্থাতেই অধ্যক্ষ আব্দুল লতিফ গভর্নিং বডির সিদ্ধান্ত ছাড়াই ১৪ আগস্ট ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক নওরোজী কবিরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেন। ব্যবস্থাপনা বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নয়—ফলে এই নিয়োগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯–এর ধারা ৪ এর উপধারা ২ (i-v) লঙ্ঘন করেছে বলে স্মারকে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয় স্পষ্ট জানায়—এই নিয়োগের “কোনো বিধিভিত্তিক বৈধতা নেই” এবং নওরোজী কবিরের দায়িত্ব পালন “অবৈধ”।
নোটিশে কলেজ গভর্নিং বডিকে নির্দেশ দেওয়া হয়েছে—গভর্নিং বডির মূল সিদ্ধান্ত অনুযায়ী উপাধ্যক্ষ মো. মাহফুজার রহমানকে অবিলম্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দিতে হবে এবং একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে।
পত্রে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একই বিষয়ে স্মারক নং–০৭ (খু-২০৬) জাতীঃবিঃ/কঃপঃ/কোড-০৩২৩/৯০৯৬–এর মাধ্যমে নির্দেশনা দেওয়া হলেও এখনো কলেজ কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি, যা বিশ্ববিদ্যালয়ের বিধি পরিপন্থি।
ভাইস–চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা এই পত্রে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার। নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, গভর্নিং বডির সদস্য এস.এম ফরিদ আক্তার এবং সংশ্লিষ্ট দপ্তরে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.