শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়ায় আলহেরা মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা নাসিরুদ্দিন যুক্তিবাদী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বড় খারদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার হেফজ বিভাগে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ১৮ মাসে পবিত্র কোরআন কারিম হেফজ সম্পন্ন করা দুই জন নারী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। হাফেজাদের পক্ষে তাদের পরিবারের পুরুষেরা ক্রেষ্ট গ্রহন করেন।
জানা যায়, আলহেরা মহিলা মাদ্রাসাটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই নারীদের ধর্মীয় শিক্ষায় অগ্রগতি ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি কাজ চালিয়ে যাচ্ছে। দুই বছর আগে হেফজ বিভাগ চালু হওয়ার পর থেকে ইতোমধ্যে বেশ কয়েকজন ছাত্রী কোরআন হেফজ সম্পন্ন করেছেন। বর্তমানে মাদ্রাসাটিতে ৮ জন নারী শিক্ষিকা ও একজন পরিচালকসহ সুসংগঠিতভাবে শিক্ষা কার্যক্রম চলছে।
মাদ্রাসার পরিচালক মাওলানা সাইফুদ্দিন বলেন, নারী শিক্ষাকে এগিয়ে নিতে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করছি। অল্প সময়ের মধ্যে আমাদের ছাত্রীদের হেফজ সম্পন্ন করা সত্যিই গর্বের বিষয়। ভবিষ্যতে মাদ্রাসাটিকে আরও সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, পুরুষ বাচ্চদেরও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বড় খারদিয়া বাজার সংলগ্ন দারুত তাকওয়া আইডিয়াল নামে কিন্ডারগার্টেন লেবেলের একটি মাদ্রাসা চালু করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, ছাত্রীরা ও এলাকাবাসী উপস্থিত থেকে মাদ্রাসার অগ্রগতি ও সফলতার জন্য দোয়া করেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.