মোরশেদুল আলম (চট্টগ্রাম):
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীতকরণের দাবিতে চট্টগ্রামের সাতকানিয়া ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে চকরিয়া, লোহাগাড়া, কেরানিহাট ও দোহাজারী—এই চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
দাবির পক্ষে দাঁড়ানো এলাকাবাসীর ভাষ্য—চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি এখন ‘মরণফাঁদ’। প্রতিদিনই কোথাও না কোথাও ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে যাত্রী, চালক ও পথচারীদের। তারা বলেন, “সংবাদপত্র খুললেই চোখে পড়ে একই পরিবারের ৫ জন, ৪ জন, ৩ জন হারানোর খবর। আমরা আর আমাদের প্রিয়জনদের এভাবে হারাতে চাই না।”
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কটি প্রশস্তকরণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি। তাদের দাবি—এটি দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি, এ বিষয়ে অবিলম্বে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।
প্রসঙ্গত, একই দাবিতে গত ৬ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের পর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। পরবর্তীতে ১১ এপ্রিল সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানকেও স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু এতদিনেও কার্যকর উদ্যোগ না থাকায় স্থানীয়রা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
বিক্ষোভকারীরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.