কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী সবুজ খান এখন বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের জেলা কমিটির সভাপতি।এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।
জানা গেছে, কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার ছড়ার পাড় গ্রামের আওয়ামী পরিবারের সন্তান ইউনিয়ন আওয়ামী পিপল লীগের সাধারণ সম্পাদক মোঃ আউয়ুব আলীর ছেলে ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ সবুজ খান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি।আওয়ামী পরিবারের সন্তান সবুজ খানকে নিয়ে এলাকায় বিতর্ক শুরু হয়েছে। তার আপন চাচা আবু মেম্বার বসন্তের কোকিলের মত দলের স্বার্থ ভূলে নিজ স্বার্থে কখনও আওয়ামীলীগ,কখনও বিএনপি,কখনও ইসলামি আন্দোলনে মিশে যায়।ঠিক সেই পথে হাটছে শুলকুর বাজারের সবুজ খান।দু একজন উপজেলা বিএনপির সাথে গড়িমসি সম্পর্ক গড়ে তুলে বিএনপির অঙ্গ সংগঠনে জায়গা করে নিচ্ছে।ফলে দীর্ঘ বছরে দূরদিনে কাজ করা বিএনপি'র নেতা কর্মীরা হচ্ছে পদ বঞ্চিত। শুধু তাই নয় বিএনপির মত একটি আদর্শিক দলের মাঠ পর্যায়ে ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা।আবু মেম্বার ও ভাতিজা সবুজ খানের মত এমন ব্যক্তিকে ইউনিয়ন কমিটিতে কেন,বিএনপির সাধারণ কর্মী হিসাবেও দেখতে চায় না পাঁচগাছি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছে, আবু মেম্বার ও সবুজ খান এরা সুযোগ সন্ধানী। জেলা উপজেলার নেতাদের ভূল ভাল বুঝিয়ে পদ বাগিয়ে নিয়ে আওয়ামী লীগদের পূর্ণবাসনের পায়তারা করছে।এখনই যদি জেলা বিএনপির নেতারা দলীয় ব্যবস্থা না নেন, ভবিষ্যতে এটি পাঁচগাছি বিএনপির জন্য আত্মঘাতী কান্ড হবে মন্তব্য করেন অনেকে।সবুজ খানকে বিএনপির সংগ্রামী দলের সভাপতি থেকে বহিঃস্কার করাসহ দলের সকল কর্মকাণ্ড থেকে বিরত রাখার আহবান জানান পাঁচগাছি ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.