কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মৌসুমী (১৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। মৃত মৌসুমী ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াই বাড়ি গ্রামের ইজিবাইক চালক মো. মফিজুল হকের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঘটে। পরিবার বিষয়টি আত্মহত্যা বলে দাবি করলেও এর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রৌমারী থানার পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.