তেরখাদা সংবাদদাতা:
আজ ২৬ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রর্দশনী-২০২৫ উদযাপন উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। র্যালি শেষে প্রাণি সম্পদ অফিস চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ অমিত রায়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। লাইভস্টক ফিল্ড এসিসট্যান্ট খমির মিয়ার সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার, উপজেলা নির্বাচন অফিসার পল্লাশ কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, ওনির প্রতিনিধি এস আই নুর আলম, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ আবু সাইদ মল্লিক, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার আরুফা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইভর রাধে শ্যাম ঘোষ, উপজেলা আনসার ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) স্বপন ব্যাপারী, ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খামারি শেখ মনিরুজ্জামান। সভায় এছাড়া বিভিন্ন এলাকার গরু, ছাগল, হাঁস, মুরগীর খামারিগণ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রর্দশনী-২০২৫ এ এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি"। "আমিষেই শক্তি আমিষেই মুক্তি"।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.