তেরখাদা সংবাদদাতা:
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেরখাদা এর আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বিনামূল্যে বোরো ধান (উফশী) এর বীজ ও সার এবং বোরো ধান (হাইব্রিড) বীজ বিতরণের উদ্বোধন গত ২৪ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ অমিত রায়, থানার ওসি (তদন্ত) মোঃ কবির আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাসুম বিল্লাহ ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম। পরে উপজেলা সহকারী কমিশনার আঁখি শেখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিনামূল্যে বোরো ধান (উফশী) বীজ ও সার এবং বোরো ধান (হাইব্রিড) বীজ বিতরণের উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.