সঞ্জয় শীল:
আপনারা আমাকে নয়, ভোট দিবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ধানের শীষকে। আমার সাথে ধানের শীষের অনেকেই নমিনেশন চেয়েছেন। তারা কেউ আমার সহযোদ্ধা, বন্ধু, বড় ভাই, ছোট ভাই। আমার দীর্ঘ রাজনৈতিক ত্যাগের কারনে আমি নমিনেশন পেয়েছি। আমি সবাইকে আহবান করবো ধানের শীষকে বিজয়ী করতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনারা আমার ভাই, আমাদের দল আমাকে মূল্যায়ন করেছে। আমি কৃতজ্ঞতা জানাই আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকলকে, বলে বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া ৫, নবীনগরের ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত এডভোকেট এম এ মান্নান।
মঙ্গলবার ( ২৫ নভেম্বর ২০২৫) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্বনা ও জনসভাটি অনুষ্ঠিত হয়েছে। গণসংবর্বনা ও জনসভা শেষে কণ্ঠশিল্পী মনির খান তার গান পরিবেশন করেন।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য মাসুদুর রহমান মাসুদ, লিয়াকত আলী, নবীনগর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারন সম্পাদক ডা. মাইন উদ্দিন মহিনসহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.