
মোঃ আরিফুল ইসলাম:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে যশোর জেলা যুবদলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল কবির সুমন
যুগ্ম আহবায়ক কবির হোসেন বাবু যুগ্ম আহবায়ক আমিনুল রহমান মধু যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হোসেন বাবুল যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক ইমদাদ
সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের আহবায়ক মোঃ এম তমাল আহমেদ।
সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব মোঃ আনারুল হক রানা।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে যুবদলই হবে অগ্রণী শক্তি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে মাঠপর্যায়ে সর্বাত্মক ভূমিকা পালনের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।
সভা শেষে জেলা যুবদলের নেতাকর্মীরা একযোগে নির্বাচনী কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
