তেরখাদা সংবাদদাতাঃ
আজ ২২ নভেম্বর সকাল ১০টার দিকে উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থী ও নবীন ছাত্রীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও চিত্রা মহিলা ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি কে এম আলী নেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, কলেজ গভর্নিং বডির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক সরদার আব্দুল মান্নান। কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক (অবঃ) কে এম আলী এহসান, কলেজ গভর্নিং বডির সদস্য যথাক্রমে এইচ এম রহমাতুল্লাহ ও মোঃ ফরিদ আহমেদ, সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস ও প্রভাষক মোঃ আবু জাফর। পরে শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.