ব্রাহ্মণবাড়িয়ার সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোল চত্ত্বরে মশাল নিয়ে সমবেত হয়ে উপজেলা পরিষদ রোড পর্যন্ত বিএনপির প্রার্থী পূর্ণ বিবেচনা করে পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে। গত ২০২৪ সালের নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ মশাল মিছিলটি করেছেন। এ সময় নেতাকর্মীরা উপজেলা পরিষদ রোডে মশাল মিছিল শেষে প্রতিবাদী বক্তব্য তুলে ধরেন।
শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় এ মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হযরত আলী তার বক্তব্যে বলেন, আমরা তৃনমূল্যে বিএনপির রাজনীতি করতে গিয়ে হামলা-নির্যাতনের শিকার হয়েছি। বাড়ি থেকে দিনে পর দিন পালিয়ে থেকেছি অথচ মাঠের নেতাকে নমিনেশন দেয়া হয়নি।
পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আশরাফ হোসেন রুবেল বলেন, আমরা চাই পূর্নবিবেচনা করে বিএনপির নমিনেশন পরিবর্তন করা হউক। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.