মুন্সীগঞ্জ সংবাদদাতা:
স্বাধীন সমাজ যুব সংঘের উদ্যোগে ৪র্থ চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। দর্শকের ভিড়ে মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস আর ক্রীড়ামোদীদের প্রাণবন্ত উপস্থিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শেখ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আকবর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর দেওয়ান, সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, ডাঃ মো. কামরুল হাসান, ডাঃ প্রশান্ত চক্রবর্তী।
আরোও উপস্থিত ছিল ইউপি সদস্য রফিকুল ইসলাম দপ্তরী, মোশারফ হোসেন মাদবর।
ফাইনাল ম্যাচে মোক্তার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয় পাইকপাড়া কিং জুনিয়র স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী দল, সেরা খেলোয়াড় ও সেরা দর্শকদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
এছাড়া র্যাফেল ড্রয়ের মাধ্যমে সৌভাগ্যবান দর্শকদের পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসব, উচ্ছ্বাস ও খেলাধুলার সৌহার্দ্যময় পরিবেশ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.