
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলির পক্ষে ভোট ও দোয়া চেয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২১নভেম্বর) দুপুরে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মুন্সীগঞ্জ-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুন্সীগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মোঃ মাজেদুল ইসলাম।
এসময় তিনি বলেন, যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করবো। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত করবো, নীতি শিক্ষায় শিক্ষিত করবো এবং কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক আউটসোর্সিং মার্কেটে যুক্ত করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করবো। স্বাস্থ্য সেবা সবার দৌড়গোরায় পৌঁছে দিবো। হাট বাজারে যানজট নিরসনে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুব শক্তি মোঃ মেহেদী হাসান,টঙ্গীবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়কারী আনিসুর রহমান, আরিফ সরদার, উপজেলা কমিটির সদস্য সাকিব বেপারী, শাহাদাত হোসেন সহ এনসিপি’র জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
