জামালপুর সংবাদদাতা।।
জামালপুর পৌরসভার গেইটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাসের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কাজে সহায়তার আশ্বাস দিয়ে মনিরুজ্জামান মনির নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে গেইটপাড় এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী মো. সোহাগ হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ হোসেন জানান, প্রায় এক বছর আগে মনিরুজ্জামান মনির তাকে জানায়—ওভারপাস প্রকল্পের ভূমি অধিগ্রহণের ৬ কোটি টাকা পাইয়ে দিতে হলে বিভিন্ন দপ্তরে ঘুষ দিতে হবে। তার কথায় বিশ্বাস করে বিভিন্ন সময়ে মোট ৩৬ লাখ টাকা তিনি প্রদান করেন।
অভিযোগে তিনি আরও জানান, টাকা নেওয়ার পর থেকে মনির তালবাহানা শুরু করে। ফোনে বারবার কল করলেও তাকে পাওয়া যায় না, দেখা করার কথা বললেও নানা অজুহাতে এড়িয়ে চলে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় একাধিকবার টাকা ফেরতের কথা বললেও কোনো ফল হয়নি।
গত ১৬ নভেম্বর ২০২৫ বিকেলে গেইটপাড়ে নিজের দোকানের সামনে মনিরকে দেখতে পেয়ে সোহাগ তাকে ভেতরে নিয়ে গিয়ে টাকা ফেরত চান। এ সময় মনির ক্ষিপ্ত হয়ে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
হট্টগোল দেখে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ব্যবসায়ী মো. মনোয়ারুল ইসলাম কর্নেল, মিলন খান, শাকিল লস্কর এবং সাজ্জাদ। উপস্থিত ব্যবসায়ীদের সামনে পুরো ঘটনার বর্ণনা দিলে মনির নিজের ছেলেকে সাক্ষী রেখে ১ মাস সময় চান টাকা ফেরতের জন্য।
এ সময় গেইটপাড় এলাকার আরও বেশ কয়েকজন ব্যবসায়ী ঘটনাটি প্রত্যক্ষ করেন বলে জানান সোহাগ।
ঘটনা ভিন্নখাতে প্রবাহের চেষ্টার বিষয়ে সোহাগ অভিযোগ করেন, ঘটনার পর মনির রাজনৈতিক নেতাকর্মীদের মানহানি করার উদ্দেশ্যে এবং বিষয়টি অন্যদিকে নেওয়ার চেষ্টা হিসেবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে নিজেই এক সংবাদ সম্মেলন করেন। তিনি মনিরের বক্তব্যকে “সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন” বলে দাবি করেন।
৩৬ লাখ টাকা উদ্ধারের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন মো. সোহাগ হোসেন। একই সঙ্গে প্রতারণার অভিযোগে মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.