
টঙ্গীবাড়ী সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে । পাচগাও ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেল ৪ টায় পাচগাও আলহাজ্ব ওয়াহেদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন দোলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আকতার হোসেন মোল্লা। পাচগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইউম ফকির এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম জহির বেপারীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ জামাল, ঢালী মোঃ ওয়াহিদ, উপজেলা বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান তপন, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আলি আহমদ শেখ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজির আলম অনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল বিপ্লব, শহিদুল ইসলাম, বাবু বেপারি, মিঠুন বেপারী, সাবেক উপজেলা ছাত্রদল নেতা মজিবর শেখ, সজিব রায়হান, বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রী কলেজ ছাত্র দলের সভাপতি নিশাদ বেপারী সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
