প্রেস বিবৃতি
ছাতক, সুনামগঞ্জ, ১২ নভেম্বর ২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী (মিজান) এক বিবৃতিতে ছাতক ও দোয়ারাবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধৈর্যের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন —
“প্রিয় ছাতক ও দোয়ারাবাজারবাসী, আপনাদের মানসিক অবস্থা আমি বুঝি, কিন্তু আপনাদের বোঝানোর সাধ্য আমার নেই। আপনাদের ভালোবাসা আমাকে আজীবনের ঋণে আবদ্ধ করেছে। আমি আবেগাপ্লুত।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল ইতোমধ্যে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে দলীয় সূত্রে জানানো হয়েছে — এই মনোনয়ন পরিবর্তনশীল, চূড়ান্ত নয়।
“আমি একজন নগণ্য কর্মী। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি আমাকে অনেক কিছু দিয়েছে। আমি বিএনপির সৃষ্টি। তাই দলের প্রতি আনুগত্য অটুট রেখে নেত্রী বেগম খালেদা জিয়া ও **ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি,” — বলেন মিজান চৌধুরী।
তিনি আরও বলেন, “আমি রোদ-বৃষ্টি, ঝড়-তুফান, পানি-কাদায় বেড়ে ওঠা রাজনৈতিক কর্মী। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রামে ছাতক-দোয়ারার মানুষের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।”
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের নির্বাচনে তারেক রহমানের আস্থায় তিনি প্রার্থী হন, এবং মাত্র এক ঘণ্টার ভোটে ছাতক-দোয়ারাবাসী লক্ষাধিক ভোট দিয়ে ইতিহাস সৃষ্টি করেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের মধ্যেও ছাতক-দোয়ারা বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে — এ কৃতিত্ব তৃণমূল নেতাকর্মী ও জনতার।”
শেষে তিনি বলেন, “সম্প্রতি সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর অনেক ভাই-বোন আবেগভরা চোখে ভালোবাসা প্রকাশ করেছেন। আমি আপনাদের ভালোবাসায় ঋণী। দয়া করে ধৈর্য ধরুন, দলীয় শৃঙ্খলা বজায় রাখুন, এবং তারেক রহমানের চূড়ান্ত মনোনয়নের অপেক্ষা করুন। আমি সবসময় আপনাদের সঙ্গে আছি এবং থাকব।”
মোঃ মিজানুর রহমান চৌধুরী (মিজান)
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
সাবেক চেয়ারম্যান, ছাতক উপজেলা পরিষদ
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.