আপন সরদার, মুন্সীগঞ্জ।।
মুন্সিগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হওয়ায় মিজানুর রহমান সিনহাকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর এবিএম ফজলুল করীম। মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ ফেসবুক আইডিতে এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি। পোস্টে জনগনের জন্য মিলে মিশে কাজ করার প্রত্যয়ের কথা জানান ফজলুর করিম।
ফজলুর করীম লিখেন, "অভিনন্দন!
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-২ (টংঙ্গিবাড়ি-লৌহজং) আসনে জনাব মিজানুর রহমান সিনহা সাহেব প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন। প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগী হয়ে আমরা নির্বাচনী ময়দানে মিলে মিশে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য মুন্সিগঞ্জ-২ সংসদীয় আসনের জনগণের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখা।
আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন। আমিন।"
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.