শেখ মোঃ ইমরান,গোপালগঞ্জ।।
বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী (টিএলআর) শ্রমিক ও কর্মচারীরা সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব ও মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছেন।
রেলওয়ে শ্রমিক প্রতিনিধিদের স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে রেলওয়ের বিভিন্ন দপ্তরে স্থায়ী শূন্য পদের বিপরীতে অস্থায়ী টিএলআর কর্মচারীরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবুও তারা মাসের পর মাস বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
চিঠিতে বলা হয়েছে, “রেলের চাকা সচল রাখতে আমরা দিনরাত পরিশ্রম করছি। অথচ চাকরি স্থায়ীকরণে বৈষম্য এবং বকেয়া বেতন পরিশোধ না হওয়ায় আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এখনই যদি সরকারি গেজেট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন না হয়, তাহলে হতাশা ও ক্ষোভ আরও বাড়বে।”অস্থায়ী টিএলআর কর্মচারীরা জানান, তারা আশা করছেন রেলপথ উপদেষ্টা শীঘ্রই তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেবেন এবং স্থায়ীকরণসহ বেতন-সংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেবেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.