বেনাপোল সংবাদদাতা।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে মাঠে-ময়দানে, পাড়া-মহল্লায়, জনপদে-জনপদে ছুটে চলছেন জননেতা মফিকুল হাসান তৃপ্তি। সেই ধারাবাহিকতায় আজ তিনি শার্শা উপজেলার ৫ নং পুটখালী ইউনিয়নের অন্তর্গত ৯ নং ওয়ার্ডের বারোপোতা বাজারে ব্যাপক গণসংযোগ করেন। জনতার হাত মেলাতে মেলাতে তিনি জনগণের হাতে তুলে দেন তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট, যা তিনি অভিহিত করেন “বাংলাদেশ পুনর্গঠনের নতুন দিকনির্দেশনা” হিসেবে।
এর আগে তিনি এলাকার এক অসুস্থ বিএনপি নেতার বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। পরে তিনি পুটখালী ইউনিয়নের বালুঙ্গা গ্রামে এক উঠান বৈঠকে অংশ নেন। উঠান বৈঠকে উপস্থিত নারী-পুরুষের উদ্দেশ্যে তিনি বলেন—
> “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বেগম খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামের পথের অনুসারী, এবং দেশনেতা তারেক রহমানের দিকনির্দেশনায় নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। আজ যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের ঘোষণা এসেছে, তা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়—এটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার।”
নারীদের উদ্দেশ্যে তিনি বিশেষভাবে বলেন—
> “আমাদের মায়েরা, বোনেরা, কন্যারা হচ্ছেন জাতির শক্তির প্রতীক। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে নারীর ভূমিকা ছিল অনন্য। আজও আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়। আগামী দিনের বাংলাদেশ হবে এমন এক বাংলাদেশ—যেখানে নারী শিক্ষা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে; যেখানে প্রতিটি নারী নিজের স্বপ্ন পূরণের সমান অধিকার পাবে।”
তিনি আরও বলেন,
> “ধানের শীষ মানে জনগণের অধিকার, ধানের শীষ মানে ভোটের স্বাধীনতা। এই প্রতীককে বিজয়ী করতে হলে আমাদের ঘরে ঘরে সংগঠিত হতে হবে, মানুষের মন জয় করতে হবে।”
বৈঠকে তৃপ্তি জনগণের প্রতি আহ্বান জানান—ধৈর্য, ঐক্য ও দৃঢ় মনোবলের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদাদ, শার্শা থানা ও পুটখালী ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এলাকাবাসীর উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণে গণসংযোগ ও উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে, যা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে এক বিশাল জনজোয়ারের পূর্বাভাস দেয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.