রনি আহম্মেদ নিপুল,কালকিনি (মাদারীপুর)
"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ইং পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় কালকিনি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফ উল আরেফীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ খোকন জমাদার সহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.