জামালপুর সংবাদদাতা।।
দীর্ঘদিন পর বিভিন্ন দাবি আদায় ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে জামালপুরে দলিল লেখক সমিতির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সর্বসম্মতিক্রমে ৮১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ আরজু আকন্দ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ হানিফ উদ্দিন।
এ উপলক্ষে গতকাল শনিবার সকালে জামালপুর শহরের লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কের অডিটোরিয়ামে জামালপুর জেলা দলিল লেখক সমিতি এক সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আরজু আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এম.এ রশিদ। এসময় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব কে. এস হোসেন টমাস,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী, জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ দলিল লেখক সমিতির ঢাকা বিভাগের আলহাজ্ব রফিকুল ইসলাম সরকার, বাংলাদেশ দলিল লেখক সমিতি ফরিদপুর বিভাগের আলহাজ্ব নুরুল হক মিয়া, বাংলাদেশ দলিল লেখক সমিতির রংপুর বিভাগের মোস্তাফিজুর রহমান মল্লিক, বাংলাদেশ দলিল লেখক সমিতির রাজশাহী বিভাগের এস.এম আয়নাল হক, বাংলাদেশ দলিল লেখক সমিতির ঢাকা বিভাগের আলহাজ্ব মোঃ ফিরোজ আলম, বাংলাদেশ দলিল লেখক সমিতির ঢাকা বিভাগের রুহুল আমিন খান। সঞ্চালনা করেন, বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হানিফ উদ্দিন।
শেষে বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার ৮১সদস্য বিশিষ্ট নতুন একটি কমিটির ঘোষণা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব কে. এস হোসেন টমাস। এদিকে গতকালের দলিল লেখক সমাবেশটি জেলার দলিল লেখকদের মিলনমেলায় পরিণত হয়। উপস্থিতির মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.