মাদারীপুর প্রতিনিধি।।
“একদিন ভূমি পৃথিবী গড়ছো, আজ আমি স্বপ্ন গড়বো— সযত্নে তোমায় রাখবো আগলে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মাদারীপুর জেলা প্রশাসাকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার,
মাদারীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আফজাল হোসাইন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হাবিবুল আলম, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরীন তন্বীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়া বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাক্তন প্রফেসর আব্দুল হালিম ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি,
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের সম্মানিত অভিভাবক। তাঁদের প্রতি যত্ন, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্ম যেন প্রবীণদের অবদান ভুলে না যায়— সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.