আপন সরদার, টঙ্গীবাড়ি।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা
পরিষদের সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন,রানার্সআপ ও ৩য় স্থান অর্জনকারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান।
টঙ্গীবাড়ী উপজেলা দুর্নীতি দমন কমিশন এর সভাপতি মো.সাইফুর রহমান এর সভাপতিত্বে ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জানে আলম প্রিন্স এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল আলম,দূর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলায়েত হোসেন। উপসহকারী পরিচালক মশিউর রহমান, শরিফুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় টঙ্গীবাড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাসুম প্রমুখ।
উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর টঙ্গীবাড়ি উপজেলার ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরা দুর্গাচরন উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.