তেরখাদায় কেন্দ্রিয় বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল
---------------------------
রহিমা খাতুন তেরখাদা,খুলনা।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন,আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে ক্ষুধা ও দারিদ্র দূরীকরণ করে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, বিএনপির কান্ডারি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র হবে বিশ্বের রোল মডেল। তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে সংগঠনকে গতিশীল ও বেগবান করতে যুবদলকে সবসময় অগ্রণী ভূমিকা রাখতে হবে। নতুন প্রজন্মের মধ্যে জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে এবং জনগণের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে সক্রিয় সংগঠন হিসেবে মাঠে ময়দানে কাজ করতে হবে। আগামীর সরকার গঠন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে যুব সমাজই হবে প্রধান শক্তি।তিনি বলেন,
আজকের যুবরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন,বাংলাদেশের ইতিহাসে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল যুব সমাজ। আবারও সময় এসেছে, যুবদের নতুনভাবে জেগে ওঠার-অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার।
হাবিব-উন-নবী সোহেল বলেন, যুব সমাজকে ভোটাধিকার ফিরিয়ে আনতে অঙ্গীকার করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে গড়তে হবে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ।
তিনি বলেন,তেরখাদার এই মাটিতে আমি দেখছি তরুণদের উদ্দীপনা, ভালোবাসা আর অদম্য মনোবল। এই শক্তিই একদিন বদলে দেবে তেরখাদা তথা বাংলাদেশ। যুব সমাজের হাতেই আছে এই দেশের আশার প্রদীপ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন- নবী খান সোহেল গতকাল(রবিবার)
বিকেল ৫ টার দিকে তেরখাদা উপজেলার ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ভিত্তিক এক বর্ণাঢ্য যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। উপজেলা যুবদলের আহবায়ক মোল্যা হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপি'র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাণশক্তি ও মাঠের মূল ভরসা জাতীয়তাবাদী যুবদল।
সংগঠনকে আরও গতিশীল ও বেগবান করতে প্রত্যেক যুবদল কর্মীকে তৃণমূলের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে হবে। তিনি বলেন, এ সময়ে যুবদলকে হতে হবে ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও সংগঠিত। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে তেরখাদার জলবদ্ধ ভুতিয়ার বিলের করা হবে। তেরখাদাকে শিল্প নগরীতে গড়ে তোলা হবে। শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে। দখলবাজ চাঁদাবাজদের স্থান হবে না। উন্নয়ন এবং উৎপাদনের নগরী হবে তেরখাদা।
সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন,খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল,খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু,যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। যুবদল নেতা গোলাম মোস্তফা ভুট্টোর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বিএনপি নেতা মোঃ রবিউল হোসেন, মোল্লা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক,চৌধুরী আমিনুল ইসলাম মিলু ও শেখ অহিদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সোহাগ মুন্সি ও শামীম আহমেদ রমিজ, কৃষকদল নেতা রাজু চৌধুরী ও সাবু মোল্লা, সাবেক ছাত্রনেতা শেখ রাজু আহমেদ, চৌধুরী মেহেদী হাসান, মোঃ আল আমিন আমিন এবং ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.