জামালপুর সংবাদদাতা।।
সারাদেশের ন্যায় জামালপুরে বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলমের সভাপতিত্বে শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা তাসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, সিংহজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান শফি, জেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি নওশের আলী, কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান, সদর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ প্রমূখ।
বক্তারা শিক্ষকদের মান উন্নয়নে সরকারের কাছে জোরালো ভূমিকা রাখার কথা ব্যক্ত করেন। শিক্ষকরা যাতে অবহেলিত না হয় সেদিকেও সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.