মেহেদী হাসান সোহাগ।।
ঢাকা বিভাগ ছাড়বো না, অন্য বিভাগে যাবো না দাবীর বাস্তবায়নে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মাদারীপুর জেলা যেন প্রস্তাবিত ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত না হয়ে বর্তমানের মতোই ঢাকা বিভাগের সঙ্গে সংযুক্ত থাকে এ বিষয়ে মাদারীপুর জেলার সর্বস্তরের জনগণ আজ ঐক্যবদ্ধ। এ বিষয়ে সরকারের নীতি নির্ধারক মহলকে বার্তা পৌছে দেয়ার লক্ষ্যে রবিবার(৫ অক্টোবর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মাদারীপুর জেলা ঐতিহাসিকভাবে, ভৌগোলিকভাবে এবং অর্থনৈতিকভাবে ঢাকার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। পদ্মা সেতুর উদ্বোধনের পর জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হয়েছে, যা প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রমে ঢাকাকে কেন্দ্র করে একটি বাস্তব নির্ভরতা সৃষ্টি করেছে।
মাদারীপুরবাসীর মতে, জেলার জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কর্মকাণ্ড সবই ঢাকাকেন্দ্রিক। অপরদিকে, ফরিদপুরের সঙ্গে মাদারীপুরের দূরত্ব, সীমিত যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে নতুন বিভাগে অন্তর্ভুক্ত হলে জনগণের সময়, অর্থ ও ভোগান্তি বহুগুণে বৃদ্ধি পাবে।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, স্থানীয় জনমতকে উপেক্ষা করে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে। তাই জনগণের ইচ্ছা ও বাস্তবতার আলোকে মাদারীপুর জেলার সর্বস্তরের মানুষ বিনীতভাবে সরকারের প্রতি মাদারীপুর জেলাকে বর্তমানের ন্যায় ঢাকা বিভাগের সাথেই সংযুক্ত রাখা হোক। আহ্বান জানাচ্ছে।এসময় মাদারীপুরবাসীর প্রাণের দাবীর কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম ও সর্বস্তরের জনগণ সকলে উপস্থিত ছিলেন।
এছাড়াও মাদারীপুরবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলে ফেলেছে, ইতি মধ্যে ফেইসবুকে নিজেদের প্রোফাইলে ঢাকা বিভাগ ছাড়বো না, অন্য বিভাগে যাবো না লগো ব্যবহার করে প্রতিবাদ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.