আপন সরদার টঙ্গীবাড়ী।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ফসলি জমি ভরাটের অভিযোগে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়াজেদ ওয়াসীফ।
উপজেলার কে শিমুলিয়া ,আউটশাহি, যশলং ইউনিয়নে চলে এই অভিযান। এসময় অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে কৃষি জমি ভরাটের অভিযোগে ড্রেজার লাইন ও ড্রেজার পাইপ অপসারণ করা হয় এবং রহমত উল্লাহ (৪৬) নামের এক ড্রেজার ব্যবসায়ী কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়াজেদ ওয়াসিফ বলেন, ফসলি জমি ভরাটের কোনো ধরনের সুযোগ নেই। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হচ্ছে সেই সাথে জরিমানাও করা হচ্ছে। ফসলি জমি ভরাটের সংবাদ পেলে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করতেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.