বেনাপোল সংবাদদাতা।
যশোরের শার্শা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন, উপজেলা প্রশাসক ডা. কাজী নাজিব হাসান।
মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) তিনি সন্ধ্যা সাড়ে ৬ টা দিকে বেনাপোল পোর্ট থানা এলাকার শাখারিপোতা পূজা মণ্ডপ, পাঁচুর বাওড় পূজা মণ্ডপ, ছোট আঁচড়া পূজা মণ্ডপ ও কাগজপুকুর পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠু পরিবেশ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলা এই উৎসব, তাই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে উৎসব উপভোগ করার আহ্বান জানাচ্ছি।
উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান লিটু।
শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি এখন সার্বজনীন উৎসব। শার্শার মানুষ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। বিএনপি ভবিষ্যতেও সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সর্বাত্মক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.