জামালপুর সংবাদদাতা।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
জামালপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আমলে পার্শ্ববর্তী দেশ ভারতের তাবেতারি করতে গিয়ে ইসলামকে স্বব্ধ করার জন্য তৌহিদী জনতা ও আলেম-উলামাদের উপর চরম জুলুম, নির্যাতন চালিয়েছে। ইসলামের নামে বিভিন্ন সময় আলেম-উলামাদের ধোকা দিয়েছে। অপরদিকে সে সময় ইসলামের পক্ষে একটিমাত্র দল বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছেন। আজ সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম রাশেদীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা কাজী মশিউর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.