নুর মোহাম্মদ, সুনামগঞ্জ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন,
“বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছরের ঐতিহ্য ধরে আমরা একসঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। এই সম্প্রীতির ধারা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নীতি দিয়েছেন, তা হলো— ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ এই নীতির ভিত্তিতেই আমরা গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব।”
তিনি আরও বলেন,
স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটলেও তাদের দোসররা এখনো দেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তারা সবসময় ওত পেতে থাকে। দুর্গাপূজাকে সামনে রেখে কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে, সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষকে একযোগে সতর্ক থাকতে হবে।”
মিজান চৌধুরী আরও বলেন,
“ধর্ম যার যার—এর অর্থ হলো প্রত্যেকেই তার নিজস্ব ধর্ম পালন করতে পারবে স্বাধীনভাবে। আর রাষ্ট্র সবার—এর অর্থ হলো সবাই সমান অধিকার ভোগ করবে। বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এই দেশ সবার। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে।”
তিনি সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিশেষ করে তিনি মংলারগাঁও মহামায়া যুব সংঘ পূজামণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন।
এসময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। তারা পূজা উদযাপন কমিটিকে আশ্বাস দেন যে, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং যেকোনো নাশকতা প্রতিরোধে তারা সর্বদা জনগণের পাশে থাকবে।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা মিজান চৌধুরীর এই শুভেচ্ছা পরিদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে, এর মাধ্যমে মুসলিম-হিন্দু মিলনমেলার বন্ধন আরও সুদৃঢ় হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.