মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের ফুলবাড়িতে ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মত বিনিময় সভা ও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর সাড়েপাঁচটায় উপজেলার আব্দুল্লাহ্ বাজারে ফুলবাড়ী সদর ইউনিয়নের ৪নং কুটিচন্দ্রখানা ওয়ার্ড বিএনপির আয়োজনে ও বিএনপির ওয়ার্ড সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শতাধিক দুস্থ নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল,সিনিয়র যুগ্নু সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, ছাত্র ও যুবনেতা শামসুজ্জামান হাসু,যুবদলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন,ফুলবাড়ী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মহির উদ্দিন মুন্না ও ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জোবায়দুল হকসহ আরো অনেক।
এ সময় বক্তারা বলেন, উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন হিন্দুদের পাশে সব সময় ছিল, শারদীয় দুর্গোৎসবের শান্তির পূর্ণভাবে উদযাপন করতে সব সময় উপজেলা বিএনপি পাশে থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.