শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।
গোপালগঞ্জের কাশিয়ানীতে কুমার নদে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রোদ্রজ্জ্বল বিকেলে আড়পাড়া গ্রামবাসীর আয়োজনে নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে নদীর দুই পাড়ে মানুষের ঢল নামে। শিশু, তরুণ-তরুণী থেকে প্রবীণ সবাই উৎসবের আনন্দে মেতে ওঠে।
প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে বাংলার টাইগার, জলপরি সহ নানা নামের বাহারি নৌকা অংশ নেয়। বৈঠার তালে তালে ভেসে আসে আবহমান গ্রাম বাংলার চিরায়ত গান ও ঢোলের উদ্দীপনামূলক সুর। দর্শকরা নদীর তীরে নাচে-গানে উৎসাহ জুগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। আড়পাড়া গ্রামের সমাজসেবী ওহাব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সমাজসেবী ইদ্রিস খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকদের মতে, এ ধরনের নৌকা বাইচ গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখে এবং নতুন প্রজন্মকে গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
উৎসবকে ঘিরে নদীর দক্ষিণ ও পূর্ব পাড়ে বসে গ্রামীণ মেলা। স্থানীয়রা নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়ে বসে। নারী-পুরুষের সমান অংশগ্রহণে এ আয়োজন শুধুমাত্র প্রতিযোগিতা নয়, হয়ে ওঠে এক মিলনমেলা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.