আপন সরদার, টঙ্গীবাড়ী সংবাদদাতা।।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ থেকে মিছিল টি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে দলটি।
উপজেলা জামায়াত আমীর মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জের ২ (টঙ্গীবাড়ী- লৌহজং) নির্বাচনি আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা এম.এ.বারী, মুন্সিগঞ্জ জেলা এডুকেশন সোসাইটি সভাপতি মাওলানা হেমায়েতউদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ ইকবাল হোসাইনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন’ ২৪ গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া, পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামী নেতারা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.